রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬

Problem of traficmonsoon and solution. traficmonsoon new user read this post.



ট্রাফিকমুনসুনে আপনি যখন কাজ করবেন তখন। তার মধ্যে কিছু সম্যসা ও  কথা ও এর সামাধান তুলে ধরা হলো।

১। আপনি যখন একাউন্টে লোগিং করবেন ত খন আইপি address এর কারনে একাউন্ট ব্লক দেখাবে। এই কারনে আপনি আপনার আইপি চেঞ্জ করে আবার ডুকবেন। অথবা VPN ব্যবহার করে ডুকবেন। ( এই নতুন সিস্টেমে এখন আর আইপি সম্যসা দেখায় না।)

২। আপনি যখন ডুকবেন দেখবেন টাইম সরফিং করতে হবে, এই জন্য আপনার যদি রেফারেল থাকে তাহলে আপনাকে অব্যশোই টাইম সারফিং করতে হবে। আপনি যদি সকালে ডোকেন তা হলে দেখবেন যে, টাইম সারফিং করতে গেলে একাউটি লোগ আউট হয়ে যাচ্ছে, তাহলে আপনি  ২ PM থেকে, টাইম সারফিং করা শুরু করবেন। তাই খুভ সহজে সারফিং করতে পারব  ন।

৩। আপনি যখন cash link গুলা কাজ করবেন তখন প্রথম থেকে কাজ  করবেন না। লাস্ট এ  থেকে বা প্রথম সিরিয়াল বাদে  কাজ করবেন।

৪। যখন cash link এ কিলিক করবেন দেখবেন ক্যপসা পুরুন করার সময় যেন ৫ সেকেন্ডের বেশি সময় না লাগে, তা না হলে পরবর্তি cash link এ আপনার add exp দেখাতে পারে। এই কারনে অতি দ্রুত ক্যপসা পুরুন করবেন।

৫। যে গাই বেশি দুধ দেয় তার লাথি একটু সহ্য করতে হবেই। এই কারনে যে টাইমে কাজ করা যায় প্রতিদিন সেই টাইমেই কাজ করুন।

ট্রাফিকমুনসনের যে কোন সম্যসার সামাধান পেতে এই সাইটেই থেকেন।

যে কোন কাজের help এর দরকার  হলে বা না বুঝলে কমেন্ট করতে ভুলন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন