রবিবার, ১৯ জুন, ২০১৬

ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং নিয়ে ওয়েবসাইট তৈরী করুন।

আজকাল প্রায় সকল ইন্টারনেট ব্যবহারকারী চায় নিজের একটি ব্যক্তিগত ওয়েবসাইট বা ব্লগ থাকুক। ফ্রী ডোমেইন এবং হোস্টিং দিয়ে আপনি ইচ্ছে করলে সহজেই একটি সাইট তৈরি করতে পারেন। তাই আজ আপনাদের পরিচয় করিয়ে দেব এমন একটি সাইটের সাথে যার মাধ্যমে আপনি খুব সহজে সম্পূন ফ্রীতে ডোমেইন এবং হোস্টিং দিয়ে ওয়েব সাইট বানাতে পারবেন অল্প সময়ের মধ্যে। আর সবচেয়ে মজার বিষয় হল এটা  একদম ফ্রি এবং আজীবন এর জন্য । আমরা সবাই চাই নিজের একটি ওয়েব সাইট বানাবো কিন্তু অনেকেই অনেকেই বুঝতে পারেন না, কোথা থেকে শুরু করবেন। তাই স্বপ্ন স্বপ্ন থেকে যায়। তাদের বলছি এখন আর স্বপ্ন নয় বাস্তব । চাইলে আপনিও পারবেন আপনার পছন্দের ওয়েব সাইটটিকে  সারা বিশ্বে প্রচার করতে। একেবারে পোষ্টের নিচে ভিডিও টিউটোরিয়াল দেখুন পানির মতো সোজা। 
ডোমেইন নাম নির্বাচন এবং রেস্ট্রিশন করার জন্য ক্লিক করুন এখানে
সরাসরি যাবে অথবা সাইন আপে ক্লিক করলে, নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন।

1
একটি ডোমেইন পছন্দ করতে হবে। কী নামে আপনি আপনার ওয়েবসাইট করতে চান, সেই নাম।
এটা হতে পারে আপনার নিজের নামে, কিংবা আপনার প্রতিষ্ঠানের নামে।
তবে ডোমেইন পছন্দ করার সময় যে দিকটা সবচেয়ে বেশি মনে রাখবেন সেটা হলো, এমন কোনো নাম পছন্দ করবেন যেটা সবার খুব সহজেই মনে থাকে, এবং মুখে বললেই অন্যজন বুঝতে পারে। ডোমেইন পছন্দ করার পর Go তে ক্লিক করুন। তারপর নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন।

23দাগ চিহ্নিত Forward this domain to অপশনে যে কোন একটি ওয়েবসাইট আড্রেস দিন। আপনি চাইলে ছবির আড্রেসও দিতে পারেন। সবুজ দাগ চিহ্নিত ঘরে ১২ মাস ক্লিক করুন। তারপর ক্যাপচা দিয়ে সাইন আপ-এ ক্লিক করলে নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন।
4
এখানে নীল দাগ চিহ্নিত ক্লিক করে, গোলাপী দাগ চিহ্নিত ঘরে একটি সচল ইমেইল দিয়ে NEXT -এ ক্লিক করলে নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন।
5
এখানে পাসওয়ার্ড দিন। তারপর Create Account -এ ক্লিক করউন।
আপনার প্রদত্ত ইমেইলে ইনবক্স অথবা স্পামে গেলে নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন।
2015-12-05_024741
এখানে লাল দাগ চিহ্নিত Confirmation Code কপি করুন এবং সবুজ দাগ চিহ্নিত লিংকটিতে ক্লিক করলে নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন।
7
এখানে কপি করা কোডটি পেষ্ট করে দিন এবং CONFIRM -এ ক্লিক করলে নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন।
8
এখানে ইজার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগিন করলে নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন।
05
এখান থেকে Domain ক্লিক করে My Domain -এ ক্লিক করুন। নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন।
DH2
এখানে লাল গোল দাগ চিহ্নিত Manage Domain -ক্লিক করলে নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন।
DH3
এখানে Manage tool -এ ক্লিক করে Nameservers  -এ ক্লিক করলে নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন।
DH4
এখানে এক নং ঘরে ns1.Boxhost.me ও দুই নং ঘরে ns2.Boxhost.me টাইপ করে Change Nameservsrs -এ ক্লিক করলে নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন।

DH5
দেখতে পাচ্ছেন ডোমেন রেজিষ্টেশন হয়ে গেলো। নাম সার্ভার দেওয়ার পর কয়েক ঘন্টা সময় নিতে পারে।
এবার Hosting রেজিষ্টেশন করতে হবে। হোষ্টিং মূলত একটি ডেটা রাখার জায়গা। একটি ওয়েবসাইট তৈরি করতে কনটেন্ট, ছবি এবং বিভিন্ন ফর্মেটের ফাইল প্রয়োজন হয়। এই ডাটা গুলো রাখা জন্য যে জয়গা দরকার হয় তাই হলো হোষ্টিং । উদাহারণ স্বরুপ – সাধারণ কম্পিউটারের হার্ডড্রাইভ কিন্তু হোষ্টিং এর হার্ডড্রাইভ কে সার্ভার বলে। যা ২৪X৩৬৫ ঘন্টায় ওপেন থাকেন। আর এই Hosting আমরা ফ্রি রেজিষ্টেশন করব।
হোষ্টিং রেজিষ্টেশন করার জন্য ক্লিক করুন এখানে।
সরাসরি যাবে অথবা Signup -এ ক্লিক করলে নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন।
34
প্রথমে আপনি একটি সচল ইমেইল দিন তারপর আপনার নামের প্রথম ও দ্বিতীয় অংশ দিন। দেশ ও পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা টাইপ করে Signup -এ ক্লিক করে আপনার প্রদত্ত ইমেইলে ইনবক্স অথবা স্পামে গেলে নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন।
5
দাগ চিহ্নিত লিংকটিতে ক্লিক করলে নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন।

6
আপনার দেখতে পাচ্ছেন রেজিষ্টেশন সফল বার্তা। সরাসরি এই পেজ না আসলে cpanel.boxhost.me ঠিকানায় গিয়ে Hosting থেকে Create New Account ক্লিক করলে উপরের পেজটি আসবে। এখানে Select ক্লিক করলে নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন।
DH9
এখানে প্রথম ঘরে আপনার রেজিষ্টেশনকৃত ডোমেন নাম দিন। আপনার পছন্দের পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা টাইপ করে Create-এ ক্লিক করলে নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন
DH10
এটি হচ্চে সি প্যানেল। এখান থেকে এই সাইটের সবকিছু নিয়ন্ত্রন করা যাবে।
WordPress Install
এবার ওয়ার্ডপ্রেস ইনষ্টল করার পালা। এটি করার জন্য সি প্যানেলে নগিন করে Hosting থেকে Switch ক্লিক করলেও নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন। অথবা উপরের পেজটি একটি নিচে আসলে একই পেজ দেখতে পাবেন।

DH12
এখানে Auto Installer -এ ক্লিক করলে নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন।

DH13
এখানে অনেক সি এম এস দেখতে পাবেন সবচেয়ে সহজ হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন।
DH14
এখানে আপনার পছন্দ অনুযায়ী Administrator Username ও Password দিয়ে Install WordPress -এ ক্লিক করলে ইনষ্টল হওয়ার পর নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন।
DH15
হয়ে গেলো সব কাজ। এখানে আপনি দেখতে পাচ্ছেন সব তথ্য। Admin Login URL: Your Domain name/wp-admin গেলে সকল ফাংশন পাবেন।

মোবাইল নম্বরের মাধ্যমেই হ্যাক হয়ে যেতে পারে আপনার কল, মেসেজ ও লোকেশন

এডওয়ার্ড স্নোডেন প্রকাশ করে দিয়েছিলেন, মার্কিন ও ব্রিটিশ সরকার তার জনগণের ব্যক্তিগত জীবনের নজরদারি করছে। সম্ভবত এখনো করছে। হ্যাকাররাও পিছিয়ে নেই। তারা আপনার ফোন নম্বরের মাধ্যমেই গোপন বিষয়ে চোখ রাখতে পারে।
এক প্রতিবেদনে বলা হয়, একজন হ্যাকার মোবাইল নম্বরের মাধ্যমেই যেকোনো মানুষের কল লিস্ট বা টেক্সট মেসেজ দেখতে পারেন। তা ছাড়া মোবাইলে আলাপচারিতাও ছাড়াও তা রেকর্ডও করতে পারেন।
index মোবাইল নম্বরের মাধ্যমেই হ্যাক হয়ে যেতে পারে আপনার কল, মেসেজ ও লোকেশন
মোবাইল ব্যবহারকারীদের জন্যে দুঃসংবাদ হলো, এ বিপদ থেকে নিজেকে রক্ষার খুব কম উপায় রয়েছে তাদের হাতে। সাইবার অ্যাটাক হলে এবং বুঝতে পারলে মোবাইল বন্ধ করে দেওয়ার মতো উপায় ছাড়া আর কিইবা আছে। ১৯৭৫ সালে সিগনালিং সিস্টেম নম্বর ৭(এসএস৭)-এর মাধ্যমে গড়ে ওঠা প্রটোকল হ্যাকারদের কোনো মোবাইলের মেসেজ, কল এবং লোকেশনে প্রবেশের সুযোগ করে দিয়েছে।
তবে এমন বড় মাপের হ্যাকিংয়ের বিষয়টি প্রথমবারের মতো উঠে আসেনি। ২০১৫ সালে হ্যাকার কনফারেন্সে জনগণকে তা দেখানো হয়। এক বছর পর এই সিস্টেমটি ঠিকই অবনবদ্য কাজ করে চলেছে। তাহলে নিজেকে কিভাবে রক্ষা করা যায়? একটি সাধারণ উপায়ে কাজটি করতে পারেন। মেসেজ বা কল একক্রিপ্ট করে রাখতে হবে। যেমনটা করা হয় টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, আইমেসেজ বা ফেসটাইম-এ।
প্রত্যেক ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা জরুরি বিষয়। তেমনই প্রয়োজন অ্যাপল, মাইক্রোসফট, গুগল এবং ফেসবুকের মতো প্রতিষ্ঠানের এর বিরুদ্ধে দাঁড়ানো।
এক অনুষ্ঠানে অ্যাপলের সিইও টিম কুক বলেছিলেন, আমাদের তথ্যে সরকার কতটুকু প্রবেশ করতে পারবে তা ঠিক করতে আলোচনা প্রয়োজন।

অনলাইনে দ্রুত কাজ করার কিছু টিপস, যা না দেখলে অনেক কিছু মিস করবেন

অনলাইনে কাজ করার ক্ষেত্রে সময় অনেক বেশি গুরুত্বপুর্ন। শুধু অনলাইনে নয় মানুষের জীবনে সব ক্ষেত্রেই সময়ের গুরুত্ব অপরিসীম। সময় অপচয় তো দূরের কথা এইযুগে আপনি যদি সবার সমান গতিতে চলেন তাহলেও আপনার সফলতা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। কারন যেখানে ক্লায়েন্টের একটা নির্দিষ্ট ১০ ঘণ্টার কাজ ২ ঘণ্টায় করে দেওয়ার মত অনেক লোক আছে সেখানে আপনার যদি ১০ ঘণ্টাই লাগে সে আপনাকে কেন কাজ দেবে। অন্যদিকে, কেউ যখন ঐ কাজটা ২ ঘণ্টায় করে তখন নিশ্চয়ই এই কাজটা ২ ঘণ্টায় করার কোন উপায় আছে।
মনে করার কোন অবকাশ নেই যে কেউ হয়তো ঐ কাজে অনেক পটু তাই খুব দ্রুত কাজ করতে পারে। কারন, তাহলে সে হয়তো ১০ ঘণ্টার জায়গায় ৮ ঘণ্টায় পারতো। কখনোই ২ ঘণ্টায় নয়। তাহলে আসল ব্যপারটা কি? চলুন জেনে নেই এমন কিছু বিষয় –
index অনলাইনে দ্রুত কাজ করার কিছু টিপস

কুইক স্টার্ট তৈরি করে রাখুন এবং ব্যবহার করুনঃ

মনে করুন আপনি একজন ওয়েব ডিজাইনার। তাহলে আপনি জানেন যে প্রতিটি এইচটিএমএল প্রজেক্টে কিছু ফাইল এবং কিছু ডাটা থাকে কমন। যেমনঃ প্রতিটি এইচটিএমএল কাজেই index.html এবং style.css থাকে, কয়েকটা ফোল্ডার থাকে ইমেজ, ফন্ট, জাভা স্ক্রিপ্ট ফাইল গুছিয়ে রাখার জন্য। এখন এগুলো দিয়ে আগে থেকেই একটা প্রজেক্ট অরগানাইজ করে রাখুন। নতুন প্রজেক্ট শুরু করার সময় শুধু এটা কপি করেই কাজ শুরু করে দিতে পারবেন। তাতে অনেকটা সময় বেছে যাবে।
যেই কাজই করেন না কেন ঠিক এমন করে আপনার কাজের ফাইল তৈরি করে রাখুন যেন কোন কিছু না গুছিয়েই কাজ শুরু করে দিতে পারেন।

বহুল ব্যবহৃত লেখা সাজিয়ে রাখুনঃ

আপনি যেহেতু একটা নির্দিষ্ট কাজ করেন বা নির্দিষ্ট কোন বিষয় নিয়ে কাজ করেন তার মানে এমন অনেক লেখা আছে যা আপনার বার বার লিখতে হয়। অথবা একই জাতীয় অনেক লেখা লিখতে হয় যার একেকটার সাথে একেকটার অনেক মিল, শুধু হালকা কিছু পরিবর্তন করে আপনি আগের লেখা ব্যবহার করতে পারেন এবং অনেক বেশি ব্যবহার করা লেখা আপনার পিসি তে একটা লোকাল সাইট করে সেকশন বাই সেকশন নোট করে রাখতে পারেন বা একটা ওয়ার্ড ফাইলেই লিখে রাখতে পারেন।
যেমন ধরেন আপনি যদি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন তাহলে পোস্ট লুপ, মেনু রেজিস্টার, সাইডবার রেজিস্টার, একশন, হুক এই কোডগুলো আপনাকে সব সময় ব্যবহার করতে হয়। আপনি এইগুলো পারসোনাল ব্লগে লিখে রাখতে করেন বা পিসি তে ফাইল ফোল্ডারাইজ করে রাখতে পারেন।

গ্রুপে কাজ করার সময় ক্লাউড স্টোরেজ ব্যবহার করুনঃ

ধরুন আপনি একটা কাজ করছেন টিমে। টীমের কাজটা হচ্ছে ওয়েব রিসার্স। একেকজন একেক জায়গায় আছেন। আপনার কাজ হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির নাম সগ্রহ করা এবং অন্য আরও ৩  জনের কাজ হচ্ছে যথাক্রমে ইউনিভার্সিটির যোগাযোগ তথ্য সগ্রহ, তাদের ফোন করে ফোন নাম্বার ও ইমেইল এড্রেস নিশ্চিতকরন এবং ইমেইলের মাধ্যমে কোন অফার প্রদান।
এখন যদি সাধারনভাবে কাজ করেন তবে আপনি ইউনিভার্সিটি লিস্ট সগ্রহ করে ২য় জনের কাছে পাঠানোর আগ পর্যন্ত সে বসে থাকতে হবে। আবার ২য় জন তথ্য সগ্রহ করে শেষ করার আগ পর্যন্ত ৩য় জন এবং ৩য় জন ফোন নাম্বার এবং ইমেইল এড্রেস কনফার্ম করার আগ পর্যন্ত ৪র্থ জন বসে থাকতে হবে।
তাই এই ক্ষেত্রে কাজ করুন ক্লাউড স্টোরেজ ব্যবহার করে। যেন আপনি একটা কাজ সম্পন্ন করে এন্ট্রি করার সাথে সাথে সবাই তা দেখতে পায় এবং ব্যবহার করে নিজের কাজ করে জেতে পারে। এইখেত্রে গুগল ড্রাইভ সবথেকে বেশি কার্জকরি ভুমিকা পালন করে। টিম মেম্বারদের সাথে শেয়ার করা গুগল ড্রাইভ ফাইল দিয়ে আপনি সহজেই এইভাবে কাজ করতে পারবেন।

ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টে emmet ব্যবহার করুনঃ

ওয়েব কোডার বা কাজের প্রয়োজনে মাঝে মাঝেই যাদের কোড করার প্রয়োজন হয় তারা কোড এডিটরের সাথে emmet প্লাগিন ব্যবহার করতে পারেন। এটি আপনার কোড করার গতি বহুগুন বাড়িয়ে দেবে। এটা ব্যবহার করে আপনি নির্দিষ্ট কোডের জন্য সংক্ষিপ্ত সংকেত লিখে কীবোর্ড শর্টকাট চেপে এটাকে পূর্ণ কোডে রুপান্তর করতে পারবেন। যেমন আপনি যদি এইচটিএমএল এ নিচের কোড লিখতে চান –
<div class=“header-top” id=“header-top”>
    <div class=“container”>
        <div class=“row”>
            <div class=“col-md-6”></div>
            <div class=“col-md-6”></div>
        </div>
    </div>
</div>
তাহলে আপনি লিখবেন – div.header-top#header-top>div.container>div.row>div.col-md-6*2 আর তারপর নির্দিষ্ট কীবোর্ড কি চাপলেই আপনার কাঙ্খিত কোড পেয়ে যাবেন।

টেক্সট এক্সপেনশন অ্যাপ ব্যবহার করুনঃ

emmet তো আপনি ব্যাবহার করবেন যখন কোড করবেন তখন। কিন্তু যখন আপনি অন্য অন্য কোথাও লিখবেন তখন? অন্য কাজের জন্যও ব্যবস্থা আছে। কিছু টুলস আছে যেইগুলোকে বলা হয় টেক্সট এক্সপেনশন টুলস। এইগুলোর প্রধান কাজ হচ্ছে আপনি কি লিখতে চান তা বুজে নিয়ে আপনাকে সাজেশন প্রদান বা আপনার লেখাকে এগিয়ে নিয়ে যাওয়া। এই ধরনের টুলস আরও কিছু কাজ করে থাকে। যেমনঃ
  • একটা শর্ট এক্সপ্রেশন এক্সপেন্ড করা। যেমনঃ date লিখলে তাকে আজকের আজকের তারিখে রুপান্তর।
  • স্পেলিং কারেকশন।
  • বেশি ব্যবহার করা শব্দ সেভ করে রাখা  এবং লেখার সময় সাজেশন প্রদান।
  • মাল্টি-কপিপেস্ট সুবিধা প্রদান। অর্থাৎ আপনি একটা পেজ থেকে ৪ টা ডাটা একসাথে কপি করে আনতে পারবেন এবং এগুলো আবার আলাদা আলাদাভাবে পেস্ট করতে পারবেন।
  • ক্লিপবোর্ড ম্যানেজার যা আপনার পূর্ববর্তী কপি করা ডাটা হিস্ট্রিতে রাখবে।
  • এছাড়াও আরও অনেক সুবিধা।
উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য এই ধরনের সফটওয়্যার এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে PhraseExpress
তো এই ছিল আজকের আলোচনা। আশা করি পোস্টটি আপনার কাজের গতিকে কিছুটা হলেও ত্বরান্বিত করবে।

বুধবার, ১৫ জুন, ২০১৬

আমি একটি শেয়ারে ব্লগ সাইট বানাব,

ভাই টাকা নিয়ে ভাবছেন? ? ডোমেইন কিনার জন্য আপনাকে আগেই টাকা দিতে হবে না। আমি নিজেই আপনাকে ব্লগ এডমিন user name & password দেব, তার পর বলব, ২ দিনের মধ্যে টাকা পরিশধ করুন। তাই টাকা নিয়ে চিন্তার কোন কারন নেই। আপনি ব্যবসা শুরু করবেন তার পরে টাকা দিবেন।
যারা আমার সাথে কাজ করতে ইচ্ছুক তারা একবার হলেও দেখবেন।
আমি মুলত ব্লগসাইটের টিউনার বাড়ানোর কারনে, এবং ভিজিটর দের নিয়ন্ত্রন করার জন্য, যথা উপযোগি মালিক খুজছি,
আপনারা অনেকেই আছেন, যারা ফেসবুকে ভাল লেখেন, তারা ইচ্ছা করলেই আমার সাথে জয়েন করতে পারবেন।
ব্লগ সাইডে লেখাও একটা ব্যবসা । এইখান থেকেও গেরান্টি সহকারে অনেক টাকা ইনকাম করা সম্ভব। এই খানে ভাল লেখলে পাবেন সম্মান, এবং আত্নতৃপ্তি। যা এই খানে অংশিদার হলেও আপনার  খাছে ভাল লাগবে। এবং আপনার নিজের অনলাইনে আয় টাও বেশি বেশি হবে। 
তাই এই ব্যবসায়ের মোট শেয়ার মুলধনের  মুল্য ধরা হয়েছে ১,৫০০ টাকা (ডোমেইন ও ওয়েব হোষ্টীং এর দাম) । যা আমি একাই ৫০০ টাকার শেয়ার রাখতে চাই । এবং বাকি ১,০০০ টকার শেয়ার ১০ ভাগে ভাগ করে, ১০০ টাকা করে ১ জন কে বিক্রয় করে দিতে চাই। এবং সেই ১০০ টাকা দিয়ে কিনা ব্যক্তি হবে ১৫ ভাগের ১ অংশের মালিক।
এইখানে আমি একাই ৫ অংশ নেওয়ার কারন।
আপনি জানেন যে youtube এর মালিক google একাই ৫০%। সেই youtube কে গুগল একাই রক্ষানাবেক্ষন করে থাকে। আনুরুপ ভাবে আমাদের এই ব্লগ টাও হবে, সেই নীতিতেই, কিন্তু ৫/১৫ ভাগ।
আবার দেখেন যে ।  একটা ব্লগের প্রান হল ভিজিটর। যত ভিজিটর আসবে, তত alexa র‍্যাংক বারবে, ফলে গুগলের নজর থাকবে। এবং এই ভিজিটর,দের কারনেই গুগল এডসেন্স পাওয়া সম্ভব হবে। তখন ইনকামও হবে অনেক। ব্লগে সব সময়, SEO করতে হয়। হাজার খানেক সার্স ইঞ্জিনের সাথে এড করতে হয়। যা অনেক বড় কাজ,(যদিও ওয়ার্ডপ্রেস নিজেই গুগলের সাতে এই কঠিন কাজ করে দেয়, ১ সেকেন্ডেই) তার পরেও ব্লগের আনুসাঙ্গিগ কাজ করতে হয়। যে টা তে করে ব্লগের ডিজাইন ও এর দেখাশোনা, টিউনার দের বিচার বিশ্লেশন, ও নতুন নতুন আইন প্রনয়োন করতেই এক জন মানুষের দরকার হয়। আবার ১০ জন কে ডেকে একসাথে স্কাইপে বোর্ড মেটিং ডাকা। ব্লগে কি ধরনের পোষ্ট করা যাবে, সে সব বিষয়ে বিচার বিশ্লষনের মাধ্যমে দ্রুত পদক্ষেপ গ্রহন করতে হয়। অন্যন্য মালিকের লভাংশ বন্ঠন, ও অনলাইনে আয়ের বিষয়ে, টিউনার দের বাছাই করতে হয়।

ব্লগ থেকে আয়ের অংশ
ব্লগ থেকে আয়ের মোট অংশ ১৫ ভাগে ভাগ হবে। এবং সেই অংশের ৫ ভাগ রেখে টিউন অনুযাই বন্ঠন হবে। অর্থাৎ যার যত টিউন সে তত লভ্যংশ পাবে। টিউন মাসিক ২৫ থেকে ৩০ টা করতে হবে।  (অনেকেই লভ্যংশ পাওয়ার আসা করে শেয়ার কিনবে অথচ টিউন করবে না।, এই কারনে টিউন অনুযাই লভ্যংশ বন্ঠন)
নিছে কিছু আইটেম বলা হল, যে গুলার মধ্যে আপনাকে ১ টা বিষয়ের উপর বা একাধিক বিষয়ের উপর লিখতে বা জানতেই হবে।
১। কবিরাজি শিক্ষা **
২। টেকনোলজি,***
৩। রিভিউ সপ্টার,***
৪। অনলাইনে আয়, ***
৫। ফ্রী ইন্টারনেট, ***
৬। হ্যাকিং,***
৭। অপরেটিং সিস্টেম, ***
৮। কোডিং, ***
৯। মোবাইল অফার ***
১০। রেভিউ মোবাইল কন্ডিশন ও দাম, ***
১১। টেকনোলজি মানেই ইন্টারনেট দুনিয়ার সব কিছু। ******
১২। আপনি যে বিষয়ে ভাল বুঝাতে পারেন। *****

এই কাজ টি শুরু করব, রোযার পর থেকে, ৪ টি শেয়ার বিলি করন এর কথা আগেই হয়ে গেছে, তারা বাংলা ইংরাজি, দুটাই পারে । দুই জন ঢাকা, একজন গাইবান্ধা, একজন সাথখিরা।
আমি ইংরাজী ও বাংলা দুটিতেই ব্লগ খুলব, মুলত যে প্রর্থি যে বিষয়ে বেশি লিখতে চায়, সে টাতেই ব্লগ খুলব।
তাই আপনি যে বিষয়ে লিখতে চান,  সেই বিষয়ে আমাকে, আপনার নাম ঠিকানা আপনার  মোবাইল নাম্বার সহ, ইমেইল করুন। mostakin42@gmail.com  ডোমেইন কিনার জন্য আপনাকে আগেই টাকা দিতে হবে না। আমি নিজেই আপনাকে ব্লগ এডমিন user name & password দেব, তার পর বলব, ২ দিনের মধ্যে টাকা পরিশধ করুন। তাই টাকা নিয়ে চিন্তার কোন কারন নেই। আপনি ব্যবসা শুরু করবেন তার পরে টাকা দিবেন।
আমার মোবাইল নাম্বার টাও রাখতে পারেন। ০১৭৬১৫৯২৯৯৬, ০১৬৩১৫৭৯৪২৪

মঙ্গলবার, ৭ জুন, ২০১৬

আপনি কি ওনলাইনে হাজার হাজার টাকা ইনকাম করতে চান? ইনকাম করতে চাইলে এই টিউন টি এক বার হলেও দেখুন।

আসাছালামুওলাইকুম, আসা করি সবাই ভাল আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। রমজাম মাসের প্রথম টিউনেই , টাকা ইনকাম দিয়ে শুরু করলাম।

 আপনারা যারা ট্রাফিকমুনসুনে কাজ করেন। কিন্তু জানেন তো  ট্রাফিকমুনসুনে প্রতিদিনি ইনকাম হয় না। আর তা ছাড়া ট্রাফিকমুনসুনে কাজ করা অনেক কঠিন।
তাই আমি আপনাদের জন্য আরেক টি রেভেনিউ সাইট নিয়ে হাজির হলাম। যা দিয়ে ট্রাফিকমুনসুনের মতই ইনকাম করতে পারবেন । এই সাইট টার নাম রেভিনিউ শেরর ফাইভ , যা এদের কাজ শুধু রেভেনিউ শেয়ার করা । বড় বড় এড দেয়। এবং প্রতিদিনি এড দেয়।

হাজারো অনলাইনে ইনকামের সাইট আছে, যা সবি প্রায় চিটার।  টাকা ইনকাম আপনি ঠিকি করবেন । কিন্তু তুলতে পারবান ন।  যেমন  ট্রাফিকমুনসুন একটি
বিশ্ব 'স্ত সাইট এরা টাকা দেয় । এমন কোন মানুষ নেই যে এই সাইট থেকে টাকা পান নাই। শুধু কাজ টা একটু কঠিন । মেগাবাইট ও বেশি লাগে।  ট্রাফিকমুনসুনে যাদের একাউন্ট নাই তারা এইখান থেকে খুলে নেন।

আর আপনি এই রেভিনিউ শেয়ার ফাইভ এর কাজের কথা শুনলে কাজ এখনি করতে মন চাইবে। কারন এই সাইটেও ১০০% রেফারেল ইনকাম। এড আসে .০১৬ প্রযর্ন্ত, আর .০০৪ হলেই, হয়ে যেত .০২ সেন্ট এর করে আড । এই .০২ সেন্ট এর এড ট্রাফিকমুনসুনে কাজ করতে লাগে। ১ মিনিট। আর .০১৬ সেন্ট এর করে এড রেভিনিউশেয়ার এ কাজ করতে লাগে ৩০ সেকেন্ড, সময় ও কম লাগে। আবার ট্রাফিকমুনসুনে কাজ করতে অনেক মেগাবাইট লাগে। যা প্রতিটি ওয়েব সাইট ভিউ হতে ২MB  করে লাগে।
এইখানে রেভিনিউশেয়ার ফাইভ এ ১০ MB দিয়েই কাজ শেষ হয়ে যায়। আপনার ২ ডলার হলেই উত্তোলন করতে পারবেন।
যারা এই সাইটে  এ কাজ করতে চান তারা এই লিংক থেকে একটা একাউন্ট খলেন।
 মনে রাখবেন এই রেভেনিউশেয়ার ফাইভ এ সর্ব প্রথম একটা প্রবলেমের সম্মুখীন হবেন। সেটা হলো আইপি সমস্যা। প্রথমে একাউন্ট খুলতে আইপি সমস্যা হবে। এই কারনে ইন্টারনেট কানেক্ট টা বন্ধ করে আবার চালু করবেন। যতখন প্রযর্ন্ত  আইপি সমস্যার কথা শেষ না হয়, এই কাজ টি করতেই থাকবেন। আর যদি এই টাতেও সাকসেস না হন, তা হলে এই ভিপিয়েন এই খান থেকে ডাউনলড করে নেন।। 
আপনি কম্পিউটার, এন্ড্ররেইড দিয়েও চালাতে পারবেন।

এই শেষ আপনার একাউন্ট খুলার প্রস্তুতি।

রেভিনিউশেয়ার ফাইভ এ একাউন্ট খুলা একধম সহজ যারা বঝেন না তাদের জন্য

এই নিচের স্কির্ন শর্ট টা দেখেন।



এই ঘর গুলো ভালো ভাবে পুরুন করে রেজিস্টার করলেই আপনি, ইমেইল ভেরিফাই না করেই লগিং করতে পারবেন। লগিং করার পরে গুগল এড এর মত এক টা এড পাবেন, সেই টা কোস চিহ্ন তে কিলিক করে কেটে দিবেন। তার পরে । cash link  এ কিলিক করে। এড গুলা পাবেন।

এই এড গুলা কাজ করবেন যে ভাবে।
প্রথমে একটা এড এ কিলিক করবেন। করেই আপনি কয়েক সেকেন্ড পর কয়েকটা পিকসার পাবেন। যে পিকসার টা উলটো হয়ে রয়েছে সেই খানে কিলিক করবেন। এই কাজ করার নিয়ম

আজ এই প্রর্যন্তই সবাই ভাল থাকবেন। সবাই কে রমজানের শুভেচ্ছা জানিয়ে  শেষ করছি। দেখা হবে অন্য কোন সাইট নিয়ে। আল্লহা হাপেজ।

বুধবার, ১ জুন, ২০১৬

আপনার কম্পিউটার দিয়ে ১ ঘন্টা সময় দিয়ে ইনকাম করুন প্রতিদিন ৪০০ টাকা তাও রেফারেল ছাড়া । যে কেউ এই কাজ করতে পারবেন android মোবাইল থাকলেও পারবেন। সাথে ১ টা কম্পিউটারে ৩ টা আইডি চালানোর টিপস।

আসছালামুঅলাইকুম আসা করি সবাই ভালো আছেন আমিও আল্লহার রহমতে অনেক ভালো আছি।

আমার এই টিউনস টা করা ১ ঘন্টায় ৪০০  টাকা ইনকাম করার তথ্য নিয়ে

আমি মুলত যে তথ্য টা দিতে এসেছি। নিছে প্রথমেই স্কির্ন  সর্ট টা দেখলেই বুঝতে পারবেন।


দেখলেন তো একসাথে ৩ টা আইডি।
একেক টা আইডি দিয়ে ৩৪ সেন্ট এর কাজ করা যায়।
৩৪ সেন্ট কাজ করতে সময় লাগে ২০ মিনিট
৩ বার করে Cash link দেয়।  আর
এই সাইটের  ১০০% স্পন্সার  ইনকাম।
তাহলে আপনার ৩ টা একাউন্ট দিয়ে ৫ টা একাউন্ট এর সমান ইকম করতে পারবেন। এখানে যেহুতু ১০০% স্পন্সার ইনকাম। তাই ৫*৩৪=১৭০ সেন্ট । দিনে ৩ বার করে cash link দিলে। ১৭০*৩=৫১০ সেন্ট অর্থাৎ  $5.10 ডলার।  আর এই সাইটে  আপনি যদি একাউন্ট খোলেন তাহলে আপনার স্পন্সার লাগবেই। হোক কোন মানুষের স্পন্সার আর হোক সেটা সাইটের নিজেশহ   স্পন্সার। আপনি যে স্পনসারেই ডোকেন ন কেন, আপনি সাইট থেকে সমান অধিকার পাবেন, বরং কোন মানুষের স্পন্সারে ডোকাই ভালো । তার কাছে আপনি সব কিছু বলতে পারবেন। ও সুন্দর করে শিখতে পারবেন।
তাই  আমি বলব যার কাছ থেকে এই টাকা ইনকামের  করার জন্য  নতুন পরিচয় হবেন তাকে স্পন্সার বানালে কি আপনার প্রবলেম হবে? হবে না। যেহুতু নতুন একাউন্ট এ আপনাকে স্পন্সার বানাতেই হবে।
টাকা দেয় কি না দেয় তার পেমেন্ট প্রুপ্ট টা দেখেন।



  দেখেন আরেক টা 


 



দেখেন আরেক টা।












এখন জানি সবাই সাইটে প্রতি আগ্রহ হবেন।
যারা একাউন্ট খুলতে চান তারা তারা এই লিংক থেকে একাউন্ট খোলেন।     এই খানে
যদি একাউন্ট খোলার আগে ট্রাফফিকমুনসুন সম্পর্কে আরো কিছু জানতে চান তা তা হলে এই লিংক এ ডোকেন।  http://incometk.blogspot.com/2016/04/how-to-do-verify-trafficmonsoon.html 

না বুঝলে আমাকে ফোন করেন।  ০১৭৬১৫৯২৯৯৬, ০১৬৩১৫৭৯৪২৪